Friday, October 17, 2025
HomeScrollধনতেরাসে এই তিন রাশির জীবন সাফল্যে ভরে উঠবে
Dhanteras 2025

ধনতেরাসে এই তিন রাশির জীবন সাফল্যে ভরে উঠবে

হিন্দুদের একটি জনপ্রিয় উৎসব হল ধনতেরাস

ওয়েবডেস্ক-  হিন্দুদের (Hindu)  একটি জনপ্রিয় উৎসব হল ধনতেরাস (Dhanteras) । ধার্মিক হিন্দুরা এই দিনটিকে অতি শ্রদ্ধার সঙ্গে পালন করে থাকেন। এর আর এক নাম ধনাত্রয়োদশী বা ধনবত্রী ত্রয়োদশী। “ধন” শব্দের মানে সম্পত্তি। ত্রয়োদশী শব্দের অর্থ হিন্দু ক্যালেন্ডারের ১৩তম দিন।

দীপাবলি (Diwali)  সময় লক্ষ্মীপুজোর (Laksmi Puja) দিন দুই আগে ধনতেরাস হয়। ১৭ অক্টোবর ২০২৫ সূর্য দেব তুলা রাশিতে প্রবেশ করছেন, সরাসরি প্রভাব পড়বে পরের দিন ধনতেরাস (১৮ অক্টোবর) ও তার পরে। কর্কট ও  তুলা, ধনু রাশির জীবনযাত্রায় সাফল্য, সম্পর্কে উন্নতি, সহ সমস্ত রকম বাধা বিঘ্ন দূর হবে।

কর্কট রাশি- সাফল্য আসবে। চাকুরিক্ষেত্রে উন্নতির সুযোগ । কর্মজীবনে সাফল্য। প্রেমের জোয়ারে ভাসবে এই রাশির জাতক-জাতিকারা। চাকুরিক্ষেত্রে অপ্রত্যাশিতভাবে কোনও বড় ধরনের সুযোগ আসবে। পরিবারের গুরুজনদের সঙ্গে সম্পর্কের উন্নতি।

আরও পড়ুন- শত্রুর ফাঁদে পড়ার আশঙ্কা! স্ত্রীর সঙ্গে বিবাদ বিচ্ছেদ পর্যন্ত গড়াতে পারে এই ৩ রাশির

 

তুলা রাশি: বিবাহের যোগ। নিজের মনের মতো জীবনসাথী পেতে পারেন। এই সময়টা চাকুরিজীবীদের খুব ভালো যাবে।  পরিশ্রমের ফল পাবেন। ব্যবসায়ীদের আয় বাড়বে, সেইসঙ্গে ব্যবসা আরও বিস্তার লাভ করবে, অংশীদারিত্বের সুযোগ বেড়ে যাবে।

 

ধনু রাশি: কর্মজীবনে অভাবনীয় সাফল্য। আর্থিক উন্নতি, পদোন্নতি। ব্যক্তিগত সম্পর্কে সাফল্য। প্রেমের সম্পর্কে উন্নতি। আয় বৃদ্ধি পাবে। সম্পত্তি ক্রয়। চাকুরিজীবী ও ব্যবসায়ীদের সাফল্য। যারা চাকুরি খুঁজছেন, তাদের নয়া চাকুরির যোগ। বিদেশ ভ্রমণের সুযোগ আসবে।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।,

 

 

 

 

 

 

Read More

Latest News